নাটোর: যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মাদ্রাসামোড়স্থ আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ‘সহনশীলতা ও সৌহাদ্য-সম্প্রীতি’ প্রতিপাদ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট ও গ্লোবাল এফেয়ার্স কানাডা।
প্রতিযোগিতায় আল-মাদরাসাতুল জামহুরিয়ার ১৫ জন এবং দত্তপাড়া ডিগ্রি কলেজের ১৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৬টি দেয়াল পত্রিকা প্রদর্শিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, কথাসাহিত্যক জাকির তালুকদার, আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আখতার হোসেন, জেলা তথ্য অফিসার সামিউল ইসলাম, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের আঞ্চলিক সমন্বয়ক কেজিএম ফারুক, গবেষণা কর্মকর্তা ফজলে রাব্বি প্রমুখ।