গুরুদাসপুর (নাটোর) অফিস॥
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায়, গরিব ও দুস্থদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করা রাইম রোরী শিল্প সংঘ। গুরুদাসপুরের মরহুম ইউএনও শফিকুল ইসলামের হাতে গড়া এই এই প্রতিষ্ঠান থেকে তাঁর নিজ এলাকা নাটোরের গুরুদাসপুর উপজেলার মামুদপুর গ্রামে শতাধিক মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শাড়ি বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাইম রোরী শিল্প সংঘের সদস্য জিল্লুর রহমান, সোহেল রানা মুন্না, কামাল হোসেন, বাবু আলী, লিটন আহমেদ, আল-আমীন, আশিক ইকবাল, নাজমুল হক, নাজিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জিল্লুর রহমান বলেন, মরহুম ইউএনও শফিকুল ইসলাম বেঁচে থাকাকালীন এই প্রতিষ্ঠান করে গেছেন। তিনি সব সময় অসহায় মানুষদের পাশে থেকে সাহায়্যের হাত বাড়িয়ে দিতেন। তাঁরই অনুপ্রেরণায় তাঁর সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিনের তত্বাবধানে শতাধিক মানুষের মাঝে এই শাড়ি বিতরণ করা হয়েছে।