নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় নতুন পদ্ধতিতে ৬৬৪ জন বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা এবং প্রতিবন্ধী ভাতাভোগীর মাঝে ভাতা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোবববার পৌর কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, পৌর সচিব আব্দুল মতিন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রত্যেক ভাতাভোগীকে ৬ মাসের ভাতা প্রদান করা হচ্ছে। এর মধ্যে বয়স্ক ভাতা ২৯৪ জন, বিধবা ও স্বামী নিগৃহিতা ৩২০ জন এবং অস্বচ্ছল প্রতিবন্ধী রয়েছে ৫০ জন। এর পর থেকে স্বপ্ল সময়ে এশিয়া ব্যাংক এর যে কোন শাখা থেকে ভাতাভোগীরা তার আঙ্গুলের ছাপের মাধ্যমে তার ভাতার টাকা উত্তোলন করতে পারবেন। এতে স্বচ্ছতা ও হয়রানি বন্ধ হবে।