নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত ও তিনটি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছে। উপজেলার আহম্মেদপুর বাজারে ভ্রাম্যমান আদালত এবং বনপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।
জানা যায়, আহম্মেদপুর বাজারে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে খুচরা সার বিক্রেতা মের্সাস তোতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ইউএনও মারিয়াম খাতুন ওই আদালত পরিচালনা করেন। এসময় কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভিরের নেতৃত্বে বনপাড়া পৌর বাজার এলাকায় কাপড়ের দোকান, কসমেটিকস ও ইফতার সামগ্রীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারক করা হয়। এ সময় ভোক্তাবিরোধী অপরাধে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পণ্যের মান, উৎপাদনের তারিখ, মূল্য তালিকা ও সঠিক ওজনসহ বিভিন্ন বিষয় দেখা হয়।