নাটোর অফিস॥
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ শহরের পথে পথে পথচারী এবং দুস্থ ব্যক্তিদের জন্যে ইফতার বিতরণ করছেন। রোজার শুরু থেকে শহরে অবস্থানরত পথচারী এবং দুস্থ মানুষের জন্যে এসব ইফতার বিতরণ করা হচ্ছে। “খেটে-খাওয়া রোজাদার, পথেই পাবে ইফতার” এই শ্লোগানে রোজার শুরু থেকেই ইফতার বিতরণ শুরু করেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ । পুরো মাস জুড়ে চলবে এই ইফতার বিতরণ কার্যক্রম।
জেলা প্রশাসনের ইফতার প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরে ষ্টেশন বাজার এলাকায় ২০০ মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। ইফতার প্যাকেট পেয়ে খুশি সামর্থ্যহীন রোজাদাররা।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। সরকারের কল্যাণমুখী সহযোগিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জেলা প্রশাসনের এই উদ্যোগেকে স্বাগত জানিয়েছে শহরবাসী।