নাটোর অফিস॥
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রত্যাশায় যথাযোগ্য মর্যাদায় নাটোরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করেন, শহীদ দিবস এবং ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের মত গণহত্যা দিবসটিও আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।
সন্ধ্যায় প্রেসক্লাব চত্বরে তথ্য অফিস প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। রাত নয়টায় এক মিনিটের জন্যে থাকছে প্রতিকী ব্লাক-আউট। এছাড়া জুম্মার নামাজ শেষে মসজিদে মসজিদে গণহত্যায় নিহতদের আতœার শান্তি কামনা করে মুনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।