নাটোর: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় স্মার্টওয়াচের টাকা না পেয়ে রাফিউর রহমান রাফি (১৮) নামে এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাফি দিঘাপতিয়া বাজার এলাকার রজব আলীর ছেলে এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী।
রাফির পরিবারসূত্রে জানা যায়, বুধবার বন্ধুদের কাছে থেকে টাকা ধার নিয়ে রাফি একটি স্মার্টওয়াচ কেনে। বন্ধুদের টাকা ফেরত দিতে বাবার কাছে টাকা চাইলে তিনি আলী দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে রাফি রাগারাগি করতে থাকে। রাত ১২টার দিকে রজব আলীর সঙ্গে একই রুমে শুয়ে থাকে রাফি। এক পর্যায়ে রজব আলী বাইরে গেলে ঘরে দরজায় সিটকিনি আটকে দেয় রাফি। এসময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। রজব আলী বাইরে থেকে ফিরে এসে দরজা আটকানো দেখে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রাফির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।
নিহতের পিতা রজব আলী জানান, রাজশাহীর একটি ছাত্রাবাসে থাকতো রাফি। শনিবার তার ফিরে যাওয়ার কথা ছিলো। কিন্তু বুধবার রাত ১২টার দিকে নিজ ঘরে গলায় মায়ের ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
সদর থানার ওসি জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।