নাটোর অফিস ॥
পোণা মাছ বাঁচাও,বিল বাঁচ্ওা শ্লোগান নিয়ে নাটোরে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার ভোর ৫টা থেকে এই হাফ ম্যারাথন দৌড় শুরু হবে। নাটোরের দিঘাপতিয়া এমকে কলেজ থেকে পাটুল হয়ে ইউর্টান করে আবারো এমকে কলেজ চত্বরে ফিরে আসবে হাফ ম্যারাথন দৌড়বিদরা। চলনবিল হাফ ম্যারাথন ২০২২ নামের একটি সংগঠন এই হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করছে।
চলনবিল হাফ ম্যারাথন ২০২২ এর সমন্বয়ক রেজোয়ানা পারভিন বর্ষা এক প্রেস ব্রিফিংয়ে জানান, ১০ কিলোমিটার দুরত্বের এই হাফ ম্যারাথন দৌড়ে বিভিন্ন বয়সের সাড়ে তিনশ জন দৌড়বিদ অংশ নিবেন। ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত এই দৌড় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এই হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বেশ কয়েকটি স্পন্সার প্রতিনিধি উপস্থিত ছিলেন।