নাটোর অফিস
নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, বনপাড়া পৌরসভা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ওই অনুষ্ঠান পালন করে।
বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধুর একান্ত সহচর বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চত্বরে ইউইনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্র, কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। পরে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সি্িদ্দকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাইসচেয়ারম্যান আতাউর রহমান, অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী, পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবু হানিফ প্রমুখ।
বনপাড়া পৌরসভায় মেয়র কেএম জাকির হোসেনের নেতৃত্বে জাতিরপিতার ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের নেতৃত্বে জাতিরপিতার ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনপাড়া কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরজুমা আখতার আমিনের নেতৃত্বে জাতিরপিতার ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।