নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় কৃষক মোজাম্মেল মন্ডলের গোয়াল ঘরসহ গরু, ছাগল আগুনে পুড়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়েছেন কৃষক মোজাম্মেল মন্ডল। রোববার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের ডাকরমারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মোজাম্মেল ওই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের।
স্থানীয়রা জানায়, রোববার রাতে গরুর ঘরে জ্বালানো কয়েল থেকে ঘরে আগুন লাগলে প্রতিবেশী একজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এসময় বাড়ির মালিক মোজাম্মেল গরু বাঁচতে আগুন লাগা ঘরে প্রবেশ করতে গিয়ে দগ্ধ হন তিনি। আগুনে একটি গর্ভবতী গাভী ও একটি বকনা গরু ঝলসে যায়। অগুনে দুটি গর্ভবতী ছাগল ও ২৫ টি মুরগী পুড়ে মারা যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।