নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা গ্রামের আবুল কালামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ঘরবাড়ি পুড়ে গেছে। শনিবার দুপুরে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নিকটস্থ বনপাড়া ফায়ার সার্ফিসের ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নির্বাপন করা হয়। এসময় ঘরে থাকা প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবুল কালাম বলেন, হঠাৎ বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই শেষ হয়ে গেলো তিলে তিলে গড়ে ওঠা ৫০ বছরের সাজানো সংসার। অগ্নিকান্ডে ঘরে থাকা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান তিনি।
তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আকরামুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ ও আগুনের সূত্রপাত নিশ্চিত করা হবে।