নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে বরই চাষী লিটনের বাগানের ২০টি ফলবান বরই গাছ কেটে বাগান ধংস করেছে দুবৃত্ত। শুক্রবার রাতে মামুদপুর গ্রামে এই কুল বাগানের গাঝা কাটার ঘটনা ঘটে। বাগানের উন্নজাতের আপেল ও বারমাসি নারিকেলি কুলের ফলবান গাছ কেটে বিনস্ট করা হয়। এলাকাবাসীর সন্দেহ পারিবারিক বিরোধের জেরে পরিবারের পতিপক্ষরা গাছগুলি কেটে বাগান ধংস করে থাকতে পারে।
ক্ষতিগ্রস্থ কৃষক মো: লিটন জানান,তার দাদা ইউসুফ খলিফার সাথে তাদের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তার দাদার ইন্ধনে কেয়ারটেকার মো: শামছুল রাতের আধারে গাছগুলি কেটে বাগান ধংস করেছে বলে তিনি অভিযোগ করেন।
এব্যাপারে ইউসুফ খলিফার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোর রিসিভ করেননি।
তবে কেয়ারটেকার মোঃ শামসুল এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে বলেন,এমন মিথ্যা অভিযোগ তুলে প্রতিপক্ষকে ফাসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন,অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। তাদের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে।