নাটোর অফিস॥
গণটিকায় অংশ নিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান ট্রাকে গানে গানে প্রচারণা চালানো হয়। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে এক কোটি মানুষকে করোভাইরাসের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা করে সরকার। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানুষকে উদ্বুদ্ধ করতে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান ট্রাকে গানে গানে প্রচারণা চালানো হয়। ট্রাকের ওপর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশনা করেন। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান ট্রাকে গানে গানে ওই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন। ভ্রাম্যমান ট্রাকে শিল্পীরা করোনা ভাইরাসের ভয়াবহতা, টিকা নেওয়ার পরে শতভাগ সুস্থ্যতাসহ বিভিন্ন বিষয় গানের মধ্য দিয়ে তুলে ধরেন। গানে অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী অশোক কুমার পাল, এম শামীম আহমেদ, মইনুল হোসেন, তুষি, মিজানুর রহমানসহ আরো অনেকে।