নাটোর অফিস ॥
নাটোরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দোগে ছয়শ’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ কর্মসূচীর উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান , পৌর মেয়র উমা চৌধুরী জলি, সাবেক মন্ত্রী আহাদ আলী সরকার, সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সফিউল আযম স্বপন প্রমুখ।