নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে করে পথে পথে একুশের গান পরিবেশন করা হয়। সোমবার সকাল থেকে গুরুদাসপুর সরকারী পাইলট মাঠ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও সড়কে এই গান পরিবেশন করা হয়। ভ্রাম্যমাণ ট্রাকে গান পরিবেশনার সময় পাইলট স্কুল মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ট্রাকে করে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে একুশের গান পরিবেশন করেন গুরুদাসপুর শিল্পকলা একাডেমির শিল্পী অশোক কুমার পাল, মইনুল হোসেন, শামীম আহমেদ, শ্রী বরুণ কুমারসহ প্রমুখ। দুপুর অবদি ভ্রাম্যমাণ ট্রাকে করে সড়কে গান পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন, নতুন প্রজম্মদের মাঝে ভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের গান ছড়িয়ে দেওয়া সহ উদ্বুদ্ধ করার লক্ষে এই আয়োজন।