নাটোর অফিস॥
নাটোরে প্রশিক্ষন নেওয়া অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম শেষে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। শনিবার নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে অনুর্ধ্ব-১৫ খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। পাঁচদিনের প্রশিক্ষণ শেষে ২৪ জন খেলোয়ারদের মধ্য থেকে তিনজন কৃতি ফুটবলার নির্বাচন করা হয়। রাজশাহীতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন শেষে এই তিনজন ফুটবলার পরবর্ত্তীতে সকল জেলার খেলোয়াড়দের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।