নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় কর্মজীবি র্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মাদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে।
মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনে সঞ্চালনায় বনপাড়া পৌর এলাকার ৫১৩ জন উপকারভোগী মায়ের অংশ গ্রহণে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত হেলথ ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস। পরে কর্মজীবি র্যাকটেটিং মাদের স্বাস্থ্য পরীক্ষা করে ডা. তামান্না সরকার। এসময় তাদের প্রত্যেককে বিনামূল্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।