নাটোর অফিস॥
পছন্দের কলেজে ভর্তির অনুমতি না দেওয়ায় বাবা-মাকে ভয় দেখাতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে জিসান আহমেদ (১৬) নামের এক তরুণ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিসান নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজার এলাকার জুয়েল আহমেদের ছেলে।
জিসান এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে বাবা-মায়ের কাছে সে রাজশাহী কলেজে এইচএসসিতে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করে। কিন্তু তার বাবা-মা আর্থিক অস্বচ্ছলতার কথা জানিয়ে সেখানে ভর্তির অপারগতা প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলের দিকে সিলিং ফ্যানে আত্মহত্যার ভিডিও মোবাইল ফোনে লাইভ দেখায় জিসান। এ সময় তার গলায় ফাঁস লেগে অবস্থা আশংকাজনক হয়ে পরে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে দ্রুততা ভাইরাল হয়ে পড়ে। স্থানীয়রাজানান, সামাজিক অবক্ষয়ের কারণে এ ধরনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।