নাটোর অফিস ॥
নাটোরের গুরুদাসপুর থেকে সাড়ে ৪ হাজার লিটার চোলাই মদ সহ ৪ জন আটক করেছে র্যাব। শুক্রবার সকালে উপজেলার খামার পাথুরিয়া গ্রাম থেকে ওই চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় চোলাই মদ তৈরি,সংরক্ষণ ও বিক্রির অভিযোগ এনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
সিপিসি-২ র্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রাম র্যাব নাটোর ক্যাম্পের একদল সদস্য। অভিযানকালে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে শ্রী খগেন শীল (৬৫), শ্রী সাদ্দাম (২৭), শ্রী সীমান্ত (৩৬) ও শ্রী অমূল্যকে (৫০) আটক করা হয়। এসময় ৪৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। অভিযানের সময় কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।