নাটোর অফিস॥
বকেয়া বেতন পরিশোধ সহ নিয়োগ বিধিমালা অনুযায়ী ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের নিয়োগ এবং পদোন্নতি প্রদানের দাবীতে নাটোরে মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার ব্যানারে কালেক্টরেট ভবনের সামনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন ও ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আলমগীর হোসেন , সাধারণ সম্পাদক মতিউর রহমান, ভূমি সহকারি কর্মকর্তা ইসকান্দর আলী, মহিলা সম্পাদিকা মন্জু রাণী প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন ও অর্থ মন্ত্রনালয়ের শর্তানুযায়ী নতুন নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রনালয়ের মাঠ পর্যায়ে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। ফলে ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত হচ্ছে। তারা ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা -২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবী জানান। পরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন । কর্মসুচি চলাকালে জেলার ৫২ ইউনিয়নের সকল স্তরের ভুমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।