নাটোর অফিস॥
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ জানুয়ারী) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাদিম সারওয়ারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।