পোড়া শহরের গল্প
-নাইমুর রহমান
তুমি নেই বলে
এ শহর কষ্টে পুড়ছে প্রতিদিন;
তোমার চুলের গন্ধ নেই বলে
বাতাসেরও নিদারুণ অভিমান,
আমার মনেও মেঘ বাতাস সমান।
শুধু তোমায় ভালোবেসে-
বাতাস-মেঘের লড়াই কি যে;
তুমিহীন এ শহরে-
সকালে নেমেছে রাতের অন্ধকার,
আমিও হেরেছি বিজলীর বেগে হার।
তুমি নেই বলে চৈতি হাওয়ায়
ওলট-পালট সবই-
ভাঙছে হৃদয়, পুরছে টুকরো
না জ্বললেও রবি!
দিবা রাতি আজ এক করেছো
যতোই থাকছো দূরে,
নিত্য শহর ভাবছে তোমায়-
আর যে থেকোনা সরে!
পোড়া হৃদয়ের গল্পটা
আজ সত্যিই অসহায়,
তবুও যদি আসতে ফিরে-
শহর প্রতিক্ষায়!