নাটোর অফিস॥
সরকারি স্থাপনা নির্মাণে অধিগ্রহনকৃত জমির মূল্য বাবদ পৌনে এক কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর শুক্রবার নাটোর সার্কিট হাউজে এই অর্থের চেক হস্তান্তর করেন। এসময় জেলা প্রশাসক জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারী দপ্তরগুলোতে জনদূর্ভোগ ও দূর্নীতি রোধ করে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছি আমরা।
জেলার ছয়টি মডেল মসজিদ, পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণে জমি প্রদানকারী মোট নয়জনের মাঝে পৌনে এক কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।