নাটোর অফিস ॥
নাটোরে উৎসবমুখর পরিবেশে বিজয়ের সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ অনুষ্ঠানে নাটোরের শংকর গােবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রায় পাঁচ হাজার মানুষের সরব উপস্থিতি ছিল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনের সাথে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠ করেন। এসময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ সহস্রাধিক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সহযোগে অংশগ্রহনকারীবৃন্দ দলগতভাবে আসতে শুরু করে। প্রায় পাঁচ হাজার মানুষের সরব উপস্থিতি তে ষ্টেডিয়াম উৎসবের আমেজ লাভ করে। শপথ গ্রহনকারী সকলেই জাতীয় পতাকা হাতে
শপথ বাক্য পাঠ করেন।