গুরুদাসপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

নাটোর অফিস ॥
নাটোরের গুরুদাসপুরে নির্বাচনী সহিংসতায় শহিদুল ইসলাম নামে ধারাবারিষা ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করা হয়। বুধবার রাতে নির্বাচনী প্রচরনা শেষে বাড়ি ফেরার পথে ধারাবারিষা ইউনিয়নের চলনালী পূর্বপাড়া এলাকায় ৬/৭ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ৬ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন আহত শহিদুলের ভাই সাইদুল ইসলাম। আহত শহিদুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শহিদুল ইসলামের স্ত্রী শিমা খাতুন ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা শুরু করেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে স্ত্রীর জন্য নির্বাচনী প্রচারণা শেষে শহিদুল ইসলাম চরকাদহ এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। হেঁটে চরকাদহ কান্দিপাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়ির সামনে আসতেই পূর্ব শত্রুতার জেরে চরকাদহ এলাকার ৬/৭ জন হাতে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা শহিদুলের ডানপায়ে কুপিয়ে রক্তাক্ত করে। এলাকাবাসী শহিদুলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎ দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন জানান,এসংক্রান্ত থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *