নাটোর অফিস॥
দেশের উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে মানবাধিকারকে সুরক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করে নাটোর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর শফিউদ্দিন সরদার মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এ সভার আয়োজন করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নাটোর জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সদর থানার সেকেন্ড অফিসার রুবেল উদ্দিন, এডভোকেট সঞ্জয় কুমার সরকার. এডভোকেট মোমিন বাবু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০৩১ সালের টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য পূরণ করে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্যে দেশে মানবাধিকারকে সুরক্ষা প্রদান করতে হবে। এজন্যে সকল প্রকার বৈষম্য দূর করে সাম্যতা নিশ্চিত করতে হবে।