নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ উত্তরপাড়া গ্রামে খাদেমুল ইসলামের আম বাগানে এঘটনা ঘটে। বন বিভাগ এটিকে মেছো বিড়াল বললেও গ্রাম বাসিরদাবী এটি মেছো বাঘ।
প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন জানান, আগ্রাণ উত্তরপাড়া গ্রামে মৃত আহম্মদ প্রামানিক ছেলে মফিজ উদ্দিনের (৫৫) বাড়ির সামনে মেছো বাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। আম বাগানের বেড়ার সাথে মেছো বাঘটি আটকে গেলে মৃত আহম্মদ প্রামানিক ছেলে মফিজ উদ্দিনের (৫৫) ও তার ছেলে শাহাদৎ হোসেনসহ ১২ /১৫জন পিটিয়ে হত্যা করে।
মফিজ উদ্দিন বলেন, আরো একটি মেছো বাঘ এলাকায় আছে। শিয়ালে অত্যাচার করে তাই শিয়াল মনে করে বিড়াল মেরেছে জনগন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আইন অনুযায়ী নিয়মিত মামলার সুযোগ নেই। বনবিভাগের সাথে কথা হয়েছে তারা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, এটি মেছো বিড়াল। এটি হত্যা বন্ধে জনগণকে সচেতন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, বিষয়টি আমি জেনেছি। বনবিভাগ ও পুলিশকে ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।