নাটোর অফিস॥
দুর্নীতি প্রতিরোধে জেলার বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ শপথ গ্রহন করেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল স্থানীয় একটি রেস্তোরাঁয় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম আয়োজিত সভায় এই শপথ গ্রহন করা হয়। বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাস্তবায়নাধীন পলিসি ফর ডায়ালগ এর আওতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রোজাউল করিম রেজা, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু,আইনজীবি খগেন্দ্র নাথ রায়,এনজিও প্রতিনিধি জাহানারা বিউটি প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, তৃতীয় লিঙ্গ, ধর্মীয় নেতা, সমাজকর্মী বক্তব্য রাখেন এবং আর্থিক ও অনার্থিক দুর্নীতিতে সংশ্লিষ্ট না হওয়ার দীপ্ত শপথ গ্রহন করেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।