নাটোর অফিস॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে নাটোরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, বিটিভির সাংবাদিকঃ জালাল উদ্দিন। বিভিন্ন পেশার দেড়শ নারী সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জন করে ২০৪১ সালে আমরা পৌঁছে যাবো উন্নত দেশের কাঙ্খিত গন্তব্যে উন্নয়নের এ পথ পরিক্রমায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যথাক্রমে আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজেটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা সহায়ক ভূমিকা পালন করছে।