নাটোর অফিস॥
দেড়শ’ বছরের প্রাচীন নাটোর পৌরসভার উন্নয়নে তিনশ’ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে এই তিনশ’ কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সোমবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এমজিএসপি’র উপ-পরিচালক নুরুল ইসলাম তালুকদার । অন্যান্যের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত,এমজিএসপি’র ইকোনমিস্ট স্পেশালিস্ট তরিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, সনাক সভাপতি রনেন রায়, সাংবাদিক নবীউর রহমান পিপলু,জালাল উদ্দিন ,হালিম খান, রফিকুল ইসলাম নান্টু,মাহাবুব হোসেনসহ বিভিন্ন পেশার প্রতিনিধি ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের এমজিএসপি কর্মকর্তাবৃন্দ, পৌরসভার টাউন লেভেল কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী পৌর নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন। পরে অংশগ্রহনকারীবৃন্দ দলভিত্তিক পাঁচটি প্রস্তাবনা উপস্থাপনা করেন। কর্মশালায় বক্তারা বলেন, বাণিজ্যিক ব্যস্থাপনার মাধ্যমে পৌরসভার আয় খাতকে বর্ধিত করে নাটোর পৌরসভাকে স্বনির্ভর করতে হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, সৌন্দর্যবর্ধন তথা পর্যটন চিন্তা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কর্মশালায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩০০ কোটি টাকার টেকসই উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করা হয়। নাটোর পৌরসভা এবং এমজিএসপি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।