নাটোর অফিস॥
টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জন এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে কর্মমুখী প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে নাটোরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের নাটোর জেলা কমিটি টিএসটি মাদ্রাসা মোড়ে এই সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জন এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে দেশের প্রায় পাঁচ লাখ ডিপ্লোমা প্রকৌশলী কর্মক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। চার বছরের ডিপ্লোমা প্রকৌশল কোর্সের মেয়াদ চার বছর অব্যাহত রাখা হলে শিক্ষার মান অটুট থাকবে।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইডিইবি নাটোর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ কবির উদ্দিন ও আইডিইবি নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।