নাটোর অফিস॥
তেল,গ্যাস ও দ্রব্যমুল্য বৃদ্ধিতে প্রতিবাদ জানাতে নাটোরে রফিকুল ইসলাম নামে মুক্তিযোদ্ধার সন্তান এবং স্থানীয় এক সাংস্কৃতি কর্মী রাজপথে বসে প্রতিকি ধর্মঘট করেন। রোববার সকালে নাটোর প্রেসক্লাব এলাকায় ‘গ্যাস কেনার সাধ্য নাই,আসুন তবে কাঁচাই খাইখালি’ এই শ্লোগান লেখা ব্যানার টানিয়ে তিনি প্রতিকি প্রতিবাদ জানান। তিনি ওই ব্যানের সামনে বসে ১টি গ্যাস সিলিন্ডার রেখে এবং কাঁচা সবজি চিবিয়ে খেয়ে প্রতিবাদ জানান। এসময় তিনি হ্যান্ড মাইকে তেল ও গ্যাসের মুল্য কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। প্রায় ৪৫ মিনিটের তার এই অভিনব প্রতিকি প্রতিবাদ করা দেখে অনেকেই থমকে দাঁড়ান। কেউ কেউ একাত্মতা প্রকাশ করে তার পাশে বসে প্রতিকি প্রতিবাদ জানান।