নাটোরঃ নাটোর সদর উপজেলাধীন নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যপী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে বাদ পড়া ভোটারদের স্মার্ট কার্ড সংগ্রহের সময় নির্ধারণ করেছে জেলা নির্বাচন কমিশন অফিস। তাই যেসব ভোটাররা নির্দিষ্ট দিনে নির্ধারিত কেন্দ্রে গিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেননি, তারা তা সংগ্রহের সুযোগ পাচ্ছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করে দুই দিনে এ বিতরণ কার্যক্রম চালানো হবে। বিলম্ব গ্রহীতাদের স্মার্টকার্ড বিতরণে নতুন সময়সূচীর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
তারিখসহ বিতরণ কেন্দ্রের বিস্তারিতঃ
তারিখঃ ৩১ শে আগস্ট। পৌরসভার ওয়ার্ড নং- ৫, ৬,৭,৮ ও ৯। বিতরণ কেন্দ্রঃ নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়। ভোটারঃ পুরুষ ও মহিলা।
তারিখঃ ০১লা সেপ্টেম্বর। পৌরসভার ওয়ার্ড নং- ১,২,৩ ও ৪। বিতরণ কেন্দ্রঃ নাটোর সরকারি টেকন্যিকাল স্কুল এন্ড কলেজ। ভোটারঃ পুরুষ ও মহিলা।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম উপোরোল্লিত দুই দিনের মধ্যেই বাদ পড়া স্মার্টকার্ড গ্রহীতাদের কার্ডটি নিতে অনুরোধ করেছেন।