নাটোরঃ নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ যাত্রী নিহতের ঘটনায় লেগুনার চালক আবদুর রহিমের (২২) লাশও শনাক্ত করা হয়েছে। এছাড়া অজ্ঞাত একজনকে আঞ্জুমান মুফিদুলে দাফন করা হয়েছে। বাকি ১৪টি মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদ্য ক্লোজ হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূর বিষয়টি নিশ্চিত করেন।
শামসুন নুর জানিয়েছিলেন, লেগুনা চালকের মৃতদেহ তার খালার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাবার নাম শাহাজাদা। তাদের বাড়ি নীলফমারী জেলার সৈয়দপুর থানার চীনা মসজিদ গ্রামে। এছাড়া অন্যদের মৃতদেহও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রায় ৩৫ বছর বয়সী এক পুরুষের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে নাটোর আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়। পরে সেখানেই তার লাশ দাফন করা হয়।