নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় দিনব্যাপি জেন্ডারভিত্তিক সহিংসতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের (টিএসইউ) সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওই কর্মশালাল আয়োজন করে।
পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন জেন্ডার বিশেষজ্ঞ রোকসানা বেগম, ফজিলাতুন্নেসা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ আসাদুল্লাহ সাদাত, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, মোহিত কুমার, আতাউর রহমান মৃধা প্রমুখ।