নাটোর অফিস॥
নাটোরে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৫৩ চাঁপাইনবাবগঞ্জ রেজিমেন্ট থেকে বিজিবি সদস্যরা নাটোরে এসে পৌঁছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে এবং মন্ডপ প্রদক্ষিণ করেন বিজিবির সদস্যরা। রাতে তারা ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করবেন। কাল শুক্রবার বেলা ১১ টা থেকে তারা জেলায় বিভিন্ন মন্ডপ , মন্দির ও মসজিদ গুলোতে টহল শুরু করবেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান জানান, যাতে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখা যায় সেজন্যই সারাদেশের ন্যায় নাটোরেও বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে উঠে পড়ে লেগেছে। সেই চক্রকে প্রতিহত করতে ৪০ সদস্যের দুই প্লাটুন বিজিবি নাটোরে মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা যেকোনো অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করবেন।