নাটোর অফিস ॥
নাটোরের চলনবিলের দুর্গম এলাকায় বক দিয়ে বক ধরার সময় মজিবুর রহমান (৩৬), সোলেমান (৩২), কামরুল (৩০), নয়ন (১৭) ও নুর-এ-আলম (১১) নামে ৫ পাখি শিকারিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি নামে পরিবেশবাদী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে চলনবিলের দুর্গম সিংড়া উপজেলার কলিগ্রাম ও শালিখা গ্রামে এই অভিযান চালানো হয়। এসময় ২০টি বকপাখি জব্দসহ ২১টি ফাঁদ ধংস করা হয়। পরে সিংড়া উপজেলার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আটককৃতদের মধ্যে তিনজনকে ৫ হাজার টাকা জরিমানা সহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে রাজশ্হাীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং সিংড়ার পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা চলনবিলের সিংড়া উপজেলার কলিগ্রাম ও শালিখা এলাকায় অভিযান পরিচালনা করে। ২১ সদস্যের দলটি প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে বিলের ধানক্ষেতে পাখি শিকারের ফাঁদ হিসেবে তৈরি কলা ও খেজুরপাতার কিল্লা ঘর থেকে ৫ জন পাখি শিকারীসহ কুড়িটি বক পাখি উদ্ধার করা হয়। এসময় পাখি শিকারের ফাঁদ ধ্বংস করা হয়। পরে আটক শিকারিদের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রকিবুল হাসান এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক আটক সকলের কাছ থেকে মুচলেকা ও ৩জনকে ৫হাজার টাকা অর্থদন্ড করেন।
অভিযানে অংশ নেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক খান মো. শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী আবু বকর সিদ্দিক, মহসিন আলম, হাসিবুর রহমান শিমুল, জুবায়ের হোসেন, আবু কাহার প্রমূখ