নাটোর অফিস॥
নাটোরে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার তেলকুপী পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, সদর উপজেলার তেলকুপি পাঁচানী পাড়া এলাকার শ্রী লাল চাঁন পাহানের ছেলে শ্যামল পাহান ও একই এলাকার শ্রী বাসু পাহান এর ছেলে প্রসেনজিৎ পাহান।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প সুত্রে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার তেলকুপী পাঁচানীপাড়া এলাকায় ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম এর নেতৃত্বে র্যাব-৫ এর সদস্যরা এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে সংরক্ষিত ৩৭০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে দশটি বোতলে মোট ২.৫ লিটার চোলাই মদ আদলতে বিচারিক কাজের জন্য প্রেরণ করে বাঁকী মদ নষ্ট করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।