নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে
বুধবার (৬ অক্টোবর) সকাল ১১টায় হাসপাতালের হল রুমে এউপলক্ষে এক সভ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
ডাঃ মেহেবুবা আফরোজ (লামিয়া) ‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল। পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, হাসপাতালের আরএমও ডাঃ ফরিদুজ্জামান স্বচ্ছ প্রমূখ।
গত ১ আগস্ট উদ্বোধন করে ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা করা সম্ভব হয়নি। আজ বুধবার ৬ সেপ্টেম্বর থেকে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা।