নাটোরের বাস মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার


নাটোর অফিস
শ্রমিক পেটানোর অভিযোগে নাটোরের বাস মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর ও সিংড়া সমিতির সঙ্গে পুলিশ সুপার লিটন কুমার সাহার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। পরে পুলিশ সুপারের দেওয়া সঠিক বিচারের আশ্বাসে নাটোরের বাস মালিক-শ্রমিকরা তাদের ডাকা অনিদিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।

নাটোর ও সিংড়া সমিতির মধ্যকার বিরোধ নিরসনের লক্ষে দু’পক্ষের আগামীকাল শনিবার পুলিশ সুপারের সঙ্গে আবারও বৈঠকের কথা রয়েছে।

নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেছেন, ‘আমরা আপাতত ধর্মঘট প্রত্যাহার করেছি। শনিবারের বৈঠকে ফলপ্রসু কিছু না হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

উল্লেখ্য, দুইজন শ্রমিককে মারধরের প্রতিবাদে নাটোরের বাস মালিক ও শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিসহ অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করে। শুধু নাটোরের বাস মালিক ও শ্রমিকরা এই ধর্মঘট শুরু করে। তবে নাটোরের ওপর দিয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক ছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *