নাটোর অফিস ॥
নাটোরে মাদকসেবনের অভিযোগে ২৩ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালানোর সময় শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের সদর হাসপাতালে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হলে চিকিৎসাপত্র অনুযায়ী সকলেই মাদকাসক্ত ছিল। পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়। আটককৃতরা হলো মোঃ মিজান (৪৫), মোঃ আক্কাস আলী (৪৫), মোঃ আসিফ ইকবাল ,মোঃ নাহিদ হোসেন (১৯), মোঃ মুন্না হোসেন (২০), আকাশ আলী (১৯), মোঃ সেন্টু আলী (২৫), মোঃ মোবারক হোসেন (৩৪), মোঃ আশিক হোসেন (২০), মোঃ রাহিদ হাসান (২০), মোঃ শাহিন (৩৩), মোঃ সজিব হোসেন @ হৃদয় (২০), মোঃ শাকিল হোসেন (২০), মোঃ গোলাম রাব্বি (২৪), শ্রী দিপেন কুমার সিং (২৫), শ্রী উজ্জল কুমার সিং (২৫), মোঃ বাচ্চু মিয়া (৫৪), শ্রী প্রনব কুমার (৩০), আহমেদ আরাফাত (২০), মোঃ স্বাধীন (২১), মোঃ আমান শেখ (২০), মোঃ মাইনুল ইসলাম রিমন (১৯) এবং মোঃ রাকিবুল ইসলাম (১৯)। আটককৃতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।