নাটোর অফিস॥
শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর চাঁচকৈড় মারকাজ হাফেজিয়া মাদরাসায় ওই অনুষ্ঠান হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনার অনন্য অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শাহনেওয়াজ আলী। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সি. সহসভাপতি আলহাজ্ব আব্দুল বারী, যুবলীগ নেতা আতিকুর রহমান ভুলু, পৌর যুবলীগ সভাপতি আবু তাহের সোনার, উপজেলা যুবলীগের সা.সম্পাদক রাসেদ সরকার বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে প্রধান মন্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুল ফাহাদ। সবশেষে কোরআনের পাখি শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।