নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় ১০০ জন কৃষকের মাঝে “বারি মাস-৩” জাতের মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ভবনের সামনে এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোমরেজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে মাসকালাই বীজ (বারি মাস-৩) ও সার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম গকুল।
এছাড়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মনিরুজ্জামান, মোছাঃ ফারহানা কনক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১০০ জন কৃষকের মাঝে প্রতি বিঘা জমির জন্য, মাসকালাই বীজ ৫ কেজি, ১০ কেজি ডেপ এবং ৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়।