নাটোর অফিস॥
নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকার ও বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় লালপুর উপজেলার মহারাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-লালপুর উপজেলার নাগশোষা গ্রামের মৃত ওসমান গনির ছেলে সিরাজুল ইসলাম পাকা (৩০), মাহারাজপুর গ্রামের লায়েব উদ্দিনের ছেলে মোঃ ফজলুর রহমান রুনু (৩৬), রামকৃষ্ণপুর গ্রামের মৃত নছিম উদ্দিন মালিথার ছেলে মোঃ নাজমুল (২০), গন্ডবিল গ্রামের সাজদার রহমানের ছেলেমেহেদী হাসান রাজা (১৯), রামকৃষ্ণপুর গ্রামের শওকত আলীর ছেলে আবুল কালাম আজাদ (২১) এবং একই গ্রামের মোঃ আশাদুল ইসলামের ছেলে আশিক আহমেদ (১৯)।
র্যাব-৫ নাটোর অফিস সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল লালপুর উপজেলার মহারাজপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই ৬ জনকে আটক করা হয়। এসময় ১৬টি মোবাইল ফোন, ৪২টি সিমকার্ড ও ৩টি মেমোরীকার্ড জব্দ করা হয়। র্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন এলঅকায় “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফোনে ফিনান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। এঘটনায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।