নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে ২০২১-২২ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসুচীর আয়োজনে করে। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস কৃষকদের হাতে ওই সাগ্রী তুলে দেন।
উপজেলা পরিষদ মিলানায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, বিশেষ অতিথির বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
কৃষি কর্মকর্তা জানান, ২০ জন কৃষককে নাবী পাট বীজ ও দুই হাজার ৩০০ টাকা, ৬০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, বালাইনাশক, নাইলোনে রশি ও দুই হাজার ৮০০ টাকা, এবং ৫০ জন কৃষককে পাঁচ কেজি করে মাসকালাই বীজ বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেক কৃষককে পরিমাণমতো ইউরিয়া, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।