নাটোর অফিস॥
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার সিংড়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিরি ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক, কুরবান আলী, আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ কর্মী বীথি খাতুন, জান্নাতুন নেছা প্রমূখ।
বক্তারা রামেক হাসপাতালে নির্বিচারে পাখি হত্যার মতো ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান।