নাটোরঃ নাটোরের নলডাঙ্গা থেকে ১টি বিদেশী রিভলবর ও ১টি চাইনিজ কুড়াল সহ নাইমুর রহমান নাইম (২১) ও আলহাজ মোল্লা (৩২) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর নাটোর অফিসের একটি দল বৃহস্পতিবার রাতে তাদের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাইমুর রহমান নাইম পশ্চিম মাধনগর গ্রামের আতাউর রহমান আতা এবং আলহাজ মোল্লা একই গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে।
র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আজমল হোসেন অস্ত্র সহ দুই জন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত দুজনই অস্ত্র ব্যবসায়ী। ওই দুজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র সহ পশ্চিম মাধনগর গ্রামের জনৈক আতাউর রহমানের বাড়ির সামনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একদল সদস্য বৃহস্পতিবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।