নাটোর অফিস ॥
চলনবিলের গুরদাসপুর অংশে চালু হচ্ছে টহল পুলিশ। টহল পুলিশ কাজ করবে নৌকা ভ্রমনে শব্দ দূষণ, নারীদের নিয়ে অশ্লিল নৃত্য পরিবেশসহ ইভটিজিং প্রতিরোধে। রোববার গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ চলনবিল সুরক্ষার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়া গুরুদাসপুর থানার এস আই রিপন কুমার, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু , সাংবাদিক আলী আককাছ বক্তব্যে একই দাবি জানান। সভায় উপস্থিত অন্যরাও চলনবিল সুরক্ষার বিষয়ে তাদের এই বক্তব্যকে সমর্থন জানন।
ইউএনও মো. তমাল হোসেন বলেন, এখন থেকে চলনবিল সুরক্ষায় টহল পুলিশ কাজ করবে। সপ্তাহের প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার সপ্তাহের এই তিনদিন দন পুলিশ টহল অভিযানে থাকবে। এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।