নাটোর অফিস্॥
নাটোরের বড়াইগ্রামে ভাগ্নে সিরাজুল ইসলাম (৩৫)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন মামা আব্দুল জলিল (৫০) ও মামাতো ভাই মিলন হোসেন(৪০)এর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার জোয়াড়ি খোর্দ্দ কাচুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। হত্যার ঘটনায় অভিযুক্ত মামা আব্দুল জলিল একই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে ও মিলন হোসেন সিরাজুলের অপর মামা বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সিরাজুল ইসলাম একজন মাদকাসক্ত ব্যক্তি ছিল। রোববার সকালে তার মামা বিল্লাল হোসেন তার বোন সিরাজুলের মাকে ছেলে নিয়মিত মাদক গ্রহণ করে বলে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে ভাগ্নে সিরাজুল ধারালো কুড়াল নিয়ে মামা বিল্লাল হোসেন ও আব্দুল জলিলের বাড়িতে হামলা চালায়। পরে মামা ও মামাতো ভাই মিলে সিরাজুলকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে সিরাজুল গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা কহিনুর বেগম অভিযোগ করে বলেন, সকালে আমি রাস্তা দিয়ে আসার সময় ভাই-ভাবী আমার নাতনীকে নিয়ে কু-রুচি পূর্ণ কথাবার্তা বলছিলেন। আমি শুনতে পেয়ে তার প্রতিবাদ করলে তারা আমাকে মারপিট করে। খবর পেয়ে আমার ছেলে সিরাজুল ইসলাম ছুটে আসলে তাকে মারপিট শুরু করা হয়। আমারে ছেলেকে লোহার রোড দিয়ে উপর্যুপুরি আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করতে পুলিশ অভিযান শুরু করেছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।