নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় থেকে নৌকাসহ নিখোঁজ হওয়ার একদিন পেড়িয়ে গেলেও নৌকাার মাঝি আরজুর (৩০) সন্ধ্যান পাওয়া যায়নি। তবে গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর হরদমা এলাকা থেকে নৌকাটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, উদ্ধারকৃত নৌকায় রক্তের দাগ রয়েছে। নিখোঁজ নৌকা চালক আরজু সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আননদনগর গ্রামের কদম আলীর ছেলে। নৌকা চালক আরজুর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর ই আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরজু প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুরুদাসপুর উপজেলার বিলসা ও সিংড়ার বিলদহর ঘাট এলাকায় যাত্রি পরিবহন করছিল। রাত্রি ৮টার পর থেকে সে নিখোঁজ হয়। রাতে বাড়ি না ফিরায় স্বজনরা খোঁজ খবর নিতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে শুক্রবার দুপুর ২ টার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদীর থেকে পরিত্রক্ত অবস্থায় নৌকাটির সন্ধান পাওয়া যায়। কিন্তু নৌকা মাঝি আরজুকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার খবর জানতে পেরে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।
এদিকে স্থানীয়রা জানায়, নৌকায় রক্তের দাগ রয়েছে। তাদের ধারনা. আরজুকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হতে পারে।
ওসি নুর ই আলম সিদ্দিকী জানান ,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।